রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৩:৫১:০৪

শেখ হাসিনার নিরবতাকে দায়ী করলেন হান্নান শাহ

শেখ হাসিনার নিরবতাকে দায়ী করলেন হান্নান শাহ

নিউজ ডেস্ক : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নীরব’ থেকে অপরাধকারীদের উৎসাহিত করছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। তিনি বলেছেন, তনু হত্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীরবতাই প্রমান করে যারা হত্যা গুম, খুন, পাশবিক নির্যাতন করছে তাদেরকে তিনি উৎসাহিত করছেন।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনলাইন এক্টিভিস্ট কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত সোহাগী জাহান তনুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তনু হত্যার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। নিজের বিবেকের কাছেই আমি বিব্রত বোধ করছি।কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অবৈধ সরকার পাশবিক নির্যাতন হত্যা কিছুই মনে করে না। এই হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনার নীরাবতাই তা প্রমান করে।

তিনি বলেন, সরকারের আস্কারার কারণেই ক্যান্টনমেন্টের মত একটি সুরক্ষিত জায়গায় তনুকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। শুধু তনুতেই শেষ নয়, আরোপাশবিক নির্যাতন-হত্যা হবে। সরকারের গুণ্ডারা মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের অনুসারীরা কোন অপরাধ করলে সরকার নীরব, কিন্তু বিএনপি হলে সরকার সরব।

গণমাধ্যমের সমালোচনা করে হান্নান শাহ বলেন, আশ্চর্য বিষয় হচ্ছে, হত্যাকাণ্ডের এক সপ্তাহ হয়ে গেলেও মিডিয়া এখনও তেমন কিছু বলতে চাচ্ছে না। প্রজ্ঞাপন জারি করে সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করে তনু হত্যার আসল রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূল শাস্তি দাবি জানান তিনি।
২৭ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে