রবিবার, ২৭ মার্চ, ২০১৬, ০৫:১৫:৫৬

দুই মন্ত্রীর সংসদ সদস্য পদ বাতিল নিয়ে যা বললেন ডেপুটি স্পিকার

দুই মন্ত্রীর সংসদ সদস্য পদ বাতিল নিয়ে যা বললেন ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক : অনৈতিক কারণে সাজা হলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি।  কোনো সংসদ সদস্যের যদি দুই বছরের বেশি সাজা হয় তাহলেও তার সদস্য পদ বাতিল হতে পারে।  গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাদের সংসদ সদস্য পদ থাকবে কি না এ প্রসঙ্গে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

তবে আদালত অবমাননার অভিযোগে দুই মন্ত্রীর দণ্ডিত হওয়ার বিষয়টিকে দুঃখজনক বলে মনে করেন ডেপুটি স্পিকার।

আদালত অবমাননা মামলায় দুই মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে আজ রোববার সকালে দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।  জরিমানা না দিলে তাদের ৭ দিনের কারাদণ্ডাদেশও দেয়া হয়েছে।
২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে