ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর কোনো দেশ ১০০ শতাংশ বেতন বৃদ্ধি করতে পারেনি, আমরা পেরেছি। কিন্তু বাঙালিকে খুশি করা কষ্টকর। তাদের যতই দেই তারা আরো চায়।
রোববার বিকেলে রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। কারণ, আমরা একটা নীতি-আদর্শ নিয়ে চলি। আমাদের কাছে ক্ষমতা মানে নিজের ভাগ্য বদল নয়, ক্ষমতাই মানে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এটা জাতির পিতা শেখিয়ে দিয়ে গেছেন।
খালেদা জিয়াকে প্রতি ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, একজন স্মৃতিসৌধে গিয়েছিলেন, কিন্তু তার মুখে হাসি ছিল না। উনার মুখে হাসি আসবে কোথা থেকে? তার প্রাণের লোকদের তো একে একে ফাঁসি হচ্ছে। তার মুখে হাসি থাকে তখন; যখন মানুষ হত্যা করতে পারেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে তাদের নিয়ত থাকে বাংলাদেশকে বিশ্ব দরবারে দারিদ্য দেখিয়ে ভিক্ষা করা। বিএনপরে কাছে ক্ষমতায় মানে নিজেদের সম্পদশালী করা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। কারো কাছে হাত পেতে চলতে হবে না। আমরা কারো কাছে মাথানত করে থাকবে না। বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন, কেউ দাবায়ে রাখতে পারবে না।
তিনি বলেন, মুক্তিযোদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা ব্যর্থ হলেও ষড়যন্ত্র থেমে নেই। ৭১-এর পরাজিত দোসরা থেমে নেই। ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা। এজন্য আমাদের সজাগ থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালিকে মুক্তির দিকে নিয়ে গেছেন। ৬৬ সালের ছয় দফা ছিল বাঙালির মুক্তির সনদ। ছয় দফা দাবি আদায় করতে গিয়ে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে।
২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম