ঢাকা : আর কোনোদিন ফিরে আসবের না কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। নরপশুদের থাবায় চিরতরে পরপারে চলে গেছেন তিনি। তার হত্যার প্রতিবাদে উত্তাল দেশ।
হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে পাশবিক নির্যাতনকারী ও হত্যাকারীদের গ্রেপ্তার না করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর ১২টা থেকে রাজধানীর শাহবাগে টানা অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছে।
রোববার বিকেলে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ঢাবি শিক্ষার্থীদের পক্ষে এ আলটিমেটা ঘোষণা করেন উজমা তাজরীন।
এসময় তিনি সরকারের কাছে চারটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- তনুর হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিতকরণ, আটক ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও কার্যকর।
পাশবিক নির্যাতনকারীদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব গণমাধ্যমে প্রকাশ করতে হবে। তাদের সামজিকভাবে বয়কট করতে হবে। স্কুলের প্রাথমিক পর্যায় থেকে পাঠ্যসূচিতে নৈতিক শিক্ষা এবং সঠিক যৌন শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে।
আজ বিকেল ৫টা ১০ মিনিট থেকে পৌনে ৬টা পর্যন্ত শাহবাগের মূলসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে শাহবাগ এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। কিছুটা ভোগান্তিতে পড়ে নগরবাসী।
এদিকে শাহবাগে সড়ক অবরোধের আগে বিকেল ৪টায় তারা টিএসসিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই দাবিতে দুপুরে টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২০ মার্চ রোববার রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দেশ আজ উত্তাল। বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
২৭ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম