সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৫:৪০:২০

‘দুই মন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই’

‘দুই মন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই’

নিউজ ডেস্ক : দুই মন্ত্রীর বিরুদ্ধে উচ্চ আদালত অবমাননার রায়কে ঐতিহাসিক আখ্যা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ রায়ের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মন্ত্রিত্বে থাকার আর প্রশ্নই আসে না। এখন তাদের নৈতিক দায়িত্ব নিজ থেকেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা। অন্যথায় প্রধানমন্ত্রীর নৈতিক দায়িত্ব হবে মন্ত্রিসভা থেকে ওই দুই মন্ত্রীকে সরিয়ে দেওয়া।

দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রায় ঘোষণার পর গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুই মন্ত্রী সরকারে থাকবে কি না, সেটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। প্রধানমন্ত্রী তার সরকারকে কীভাবে দেখতে চান সেটার ওপর।

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। -বিডি প্রতিদিন

২৮ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে