সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ১২:৩৫:৫১

নিজামীর রিভিউ নিয়ে যা বললেন ব্যারিস্টার ছেলে

নিজামীর রিভিউ নিয়ে যা বললেন ব্যারিস্টার ছেলে

নিউজ ডেস্ক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন নিয়ে কথা বলেছেন ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।

তিনি বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল মঙ্গলবার সুপ্রিমকোর্টের সংশ্লিস্ট শাখায় এ রিভিউ পিটিশন দাখিল করা হবে।

এর আগে গত ১৫ মার্চ মৃত্যুদণ্ড দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায় প্রকাশের পর নিয়ম অনুযায়ী ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। সে হিসেবে ৩১ মার্চ পর্যন্ত সময় রয়েছে।

২০১৪ সালের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডের রায় দেয়।

এই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিমকোর্টে আপিল করেন নিজামী। ৬,২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চান তিনি। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়।

এরপর দীর্ঘ শুনানি শেষে গত বছরের ০৬ জানুয়ারি মতিউর রহমান নিজামীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় আপিল বিভাগ বহাল রাখেন চার বিচারপতির আপিল বেঞ্চ।

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় মতিউর রহমান নিজামীকে গ্রেপ্তার করা হয়। পরে একই বছরের ২ আগস্ট এক আবেদনে ট্রাইব্যুনালের আদেশে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তখন থেকে তিনি কারাগারে রয়েছেন।

এছাড়া, চট্টগ্রামে আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায়ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রয়েছেন বিগত চারদলীয় জোট সরকারের শিল্প ও কৃষিমন্ত্রী এবং জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিজামী । ২০১০ সালের ২৯ জুন থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।
২৮ মার্চ ২০‌১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে