নিউজ ডেস্ক : আদালত অবমাননায় দণ্ডিত হওয়ার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে মুখ খুললেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
নজিরবিহীনভাবে দুই মন্ত্রী দণ্ড পাওয়ার পর তাদের পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাংবিধানিকভাবে তারা পদে থাকতে পারবেন কি-না তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এরমধ্যেই সোমবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দেন দুই মন্ত্রী। বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে দুই মন্ত্রী সাংবাদিকদের জানান, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর পদত্যাগ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
রবিবার দেশের সর্বোচ্চ আদালত খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ৫০,০০০ টাকা করে জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ ব্যাপারে রিভিউ করার ঘোষণা দিলেও কিছু জানাননি খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
গতকালই গুঞ্জন উঠেছে, এই দুই মন্ত্রী নিজ থেকে পদত্যাগ করতে পারেন অথবা পদত্যাগে বাধ্য করা হতে পারে।
২৮ মার্চ ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস