সোমবার, ২৮ মার্চ, ২০১৬, ০৩:৪৬:০৯

তনু যে সামরিক বাহিনীর বড় কোনো অফিসারের মেয়ে নয় : নোমান

তনু যে সামরিক বাহিনীর বড় কোনো অফিসারের মেয়ে নয় : নোমান

ঢাকা : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন।

সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।  তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

আব্দুল্লাহ আল নোমান বলেন, সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত একজন অথবা তিনজন বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে, যারা তদন্ত করে তনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করবেন।

তিনি বলেন, পাশবিক নির্যাতনের কারণেই দেশে প্রতিদিন পাঁচজন নারীর মৃত্যু হচ্ছে।  ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এখনো হয়নি।  এ ধরনের অসংখ্য সাগর-রুনি আছেন, যারা সাংবাদিকতার সাথে জড়িত না, যাদের আমরা চিনি না-জানি না।  তারা মধ্য ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। তাদের মৃত্যু হচ্ছে।  কিন্তু তাদের খবর আমাদের কাছে নেই।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আজকে যদি সামরিক বাহিনীর কোনো অফিসারের মেয়ে এভাবে পাশবিক নির্যাতনে মারা যেত, তাহলে আমরা বিচারের অবস্থা দেখতে পেতাম।  কিন্তু তনু যে সামরিক বাহিনীর বড় কোনো অফিসারের মেয়ে নয়।  সেজন্য তনুর মৃত্যুর ঘটনাকে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার প্রচেষ্টা হচ্ছে।  আমরা তনু হত্যার বিচার চাই।

নোমান বলেন, সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে।  তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারছে না।  সরকারের নির্যাতন-নিপীড়ন ও নারীর ওপর অত্যাচারের বিষয়গুলো নিয়ে সবাই মিলে রাউন্ডটেবিল করি।  যাতে ভবিষ্যতে আর কাউকে তনুদের মতো পরিণতি ভোগ করতে না হয়।

তিনি বলেন, আপনারা অবিলম্বে পদত্যাগ করে নতুন একটি নির্বাচনের মাধ্যমে দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন।  আইয়ুব-ইয়াহিয়া খান-স্বৈরাচার এরশাদ জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি।  শেখ হাসিনাও পারবেন না।  একসময় সরকারকে পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি নূরী আরা সাফা।  

পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী রাবেয়া সিরাজ, সহ-সভানেত্রী নূরজাহান ইয়াসমিন, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ প্রমুখ।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে