নিউজ ডেস্ক : আর মাত্র একদিন, তারপর থেকেই উড়াল সেতু দিয়ে চলবে গাড়ি। যানজটে সীমাহীন দুর্ভোগ আর পোহাতে হবে না যাত্রীদের। মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একট অংশ খুলে যাচ্ছে জনসাধারণের জন্য।
আগামী ৩০ মার্চ সাতরাস্তা থেকে শুরু করে হলি ফ্যামিলি পর্যন্ত অংশটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। এ অংশের শেষ মুহূর্তের পরিপাটির কাজ চলছে এখন।
বুধবার এ অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্য দুই অংশের কাজ এখনো শেষ হয়নি। এ জন্য অপেক্ষার প্রহর গুনতে হবে আরো কিছুদিন।
মূল কাঠামোর কাজ শেষ। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। সেতুর পানি নিষ্কাশন আর বৈদ্যুতিক পরীক্ষা-নিরীক্ষার কাজ।
হলি ফ্যালি থেকে সাত রাস্তা পর্যন্ত দুই লেনের উড়াল সেতু দিয়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার গাড়ি চলাচল করবে। এমন ধারণা সংশ্লিস্ট কর্তৃপক্ষের । এতে কমবে মগবাজারের চিরচেনা যানজট। তবে এফডিসির সামনের কিছু কাজ শেষ না হওয়ায় অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনকে সামনে রেখে ফ্লাইওভারের সামনে নিচের ভাঙাচুড়া সড়কগুলো মেরামত করা হয়েছে। সবকিছু ঠিকটাক থাকলে বুধবার প্রধানমন্ত্রীর গাড়ি চলবে মগবাজার-মৌচাক উড়াল সেতুর এ অংশ দিয়ে।
২০১৩ সালে শুরু হওয়া এ প্রকল্পের ব্যয় এরই মধ্যে কয়েকগুণ বেড়েছে। সাথে বেড়েছে প্রকল্প শেষ করার সময়সীমাও। তবে দুর্ভোগ কমাতে সময়সীমা দীর্ঘায়িত না করে যতো দ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম