ঢাকা : রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকায় মিষ্টি বিতরণ করেছে খেলাফত।
খেলাফত নেতারা বলেন, ঈমানদার জনতার অন্তর তৃপ্ত হয়েছে। ইসলামবিরোধী শক্তির পরাজয় হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর আজিমপুর এলাকায় রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকায় শোকরানা সমাবেশে ইসলামী ছাত্র খেলাফতের কেন্দ্রীয় সভাপতি মো. খোরশেদ আলম এসব কথা বলেন।
তিনি বলেন, ‘৯০ ভাগ মুসলমান অধ্যুষিত এ দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। ঈমানদার মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে তা সবর্দা চির উড্ডীন থাকবে। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই ইতিহাসের অন্ধকার কূপে নিক্ষিপ্ত হবে।
শোকরানা সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহিউদ্দীন, দপ্তর সম্পাদক ইলিয়াছ, সহ-প্রচার সম্পাদক ইরফান, আবু তোয়াহা, নিয়ামতুল্লাহ, সিফাত হোসাইন প্রমুখ। পরে একটি মিছিল বের হয়।
মিছিল শেষে সর্বোচ্চ আদালতের রায়ে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকায় মিষ্টি বিতরণ করা হয়।
২৮ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম