নিউজ ডেস্ক : সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় কীভাবে সোহাগী জাহান তনু খুর হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
কুমিল্লা সেনানিবাস এলাকায় এই কলেজছাত্রীর হত্যাকাণ্ড নিয়ে সারাদেশে তোলপাড় চলছে। সোস্যাল মিডিয়াও প্রতিবাদের ঝড় উঠেছে। এক সপ্তাহেও খুনি শনাক্ত না হওয়ায় সমালোচনাও উঠেছে।
এর মধ্যে সোমবার মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সুরক্ষিত এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের আগে বলা যাচ্ছে না।
সেনানিবাস এলাকায় খুন বলে তদন্ত বিঘ্নিত হচ্ছে কি না- এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গোয়েন্দারা কাজ করছে, পুলিশ তদন্ত করছে। তদন্ত কমিটিও হয়েছে। অন্য সব হত্যাকাণ্ডের মতো তনু হত্যাকাণ্ডেরও রহস্য উদঘাটিত হবে। আলামত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সেনা কর্তৃপক্ষ খুনি গ্রেপ্তারে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। সেইসঙ্গে বলেছে, সেনানিবাসের যে অলিপুর এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে, সেখানে কোনো সীমানা প্রাচীর নেই।
তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার আলী একটি মামলা করলেও কোনো খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার এখনও করতে পারেনি পুলিশ। মামলাটি এখন তদন্ত করছে ডিবি।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস