মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ১২:৩১:৪২

জরুরিভাবে সরকারের কাছে যা জানতে চাইল বিএনপি

জরুরিভাবে সরকারের কাছে যা জানতে চাইল বিএনপি

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনা এত দিন পরে এসে জরুরি সংবাদ সম্মেলন করে সরকারের কাছে সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছে বিএনপি। মঙ্গলবার বেলা এগারটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন।

তিনি বলেন, প্রকৃত সত্য উৎঘাটন করে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। একই সাথে কিভাবে কারা এই ঘটনার সাথে জড়িত এ তথ্য জাতির সামনে তুলে ধরতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনি কেলেঙ্কারির পর রিজার্ভ থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি কেবল আর্থিক ক্ষতি নয়, এটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।

 প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।  তিনি বলেন, এই রিজার্ভ চুরিতে যারা বেনিফিশিয়ারি, সেই ফিলিপাইনে তোলপাড় হয়ে যাচ্ছে, সিনেটে শুনানি হচ্ছে, কিন্তু বাংলাদেশ নীরব। এই নীরবতার কারণ কি তা আমাদের খতিয়ে দেখতে হবে।

বিএনপির নির্বাহী সদস্য তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শামা ওবায়েদ বলেন, ‘এটি হ্যাকিং নয়, বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ডাকাতি। বাংলাদেশ ব্যাংকের অথরাইজড পারসন বা সুইফট সিস্টেমের পাসওয়ার্ড ব্যবহারকারী কর্মকর্তাকে জিজ্ঞেস করলেই রিজার্ভ চুরির রহস্য উদঘাটন হবে।’

বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার (৮০০ কোটি টাকা) লুন্ঠন একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা নিয়ে এ সংবাদ সম্মেলন  করা হয়।

গত ৪ থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ ডলার বা ৮০০ কোটি টাকা চুরি হয়, যেটাকে ইতিহাসের সবচেয়ে ব্যাংক হ্যাকিং বলা হচ্ছে। এ ঘটনার তদন্ত করছে সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন একটি কমিটি। দুর্নীতি দমন কমিশনও এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান।

এদিকে বাংলাদেশ ব্যাংকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ফিলিপাইনের সিনেট কমিটির শুনানিতে মঙ্গলবার হাজির হয়েছেন চীনা বংশোদ্ভূত ফিলিপিনো ব্যবসায়ী কাম সিন অং ওরফে কিম অং।

তাকে এই চুরির অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারার জানিয়েছে, মঙ্গলবার সকালে সিনেটের ব্লু রিবন কমিটির এই শুনানি শুরু হয়। এই কমিটি যুক্তরাষ্ট্রে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকিংয়ের মাধ্যমে ফিলিপিন্সে পাচারের ঘটনার তদন্ত করছে।

বিএনপির সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসূফ, আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ইনাম আহমেদ চেীধুরী, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এম এ মান্নান, অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ প্রমুখ।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে