নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সহায়তার জন্য ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি শহরের জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগুয়িতিকে এক সপ্তাহের জন্য শুনানি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেশটির সিনেট কমিটির শুনানিতে হাজির হয়েছেন চীনা বংশোদ্ভূত ফিলিপিনো ব্যবসায়ী কাম সিন অং ওরফে কিম অং। তাকে এই চুরির অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে।
মঙ্গলবার ফিলিপাইনের স্থানীয় সময় ১২টায় শুনানি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে মায়াকে অব্যাহতি দেন ঘটনা তদন্তে গঠিত সিনেট ব্লু রিবন কমিটি। এর আগে বেলা ১১টায় এ শুনানি শুরু হয়। অবশ্য শুনানিতে অংশগ্রহণের আগে কিম অং দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই অর্থ পাচারের ঘটনার সঙ্গে কোন ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন।
অপরদিকে ‘শারীরিক অসুস্থতার’ কারণে এ মুহূর্তে শুনানিতে অংশ নিতে সক্ষম নন বলে মায়া দেগুয়িতির আইনজীবী সিনেট কমিটির নিকট এক সপ্তাহের সময় চেয়ে আবেদন করেন। রিজার্ভ চুরির ঘটনায় চাকরি হারানোসহ অন্যান্য কারণে মানসিকভাবে বড় ধরনের চাপের মুখে রয়েছেন উল্লেখ করে মায়ার আইনজীবী।
আবেদন মঞ্জুর করে সিনেট কমিটির প্রধান তেফিস্তো গুয়িনগুয়া বলেন, আগামী সপ্তাহে মায়া দেগুয়িতি যাতে শুনানিতে উপস্থিত হতে পারেন সেজন্য তাকে এ সময়ের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস