মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০১:৩০:৪০

পুতিনকে টেলিফোন করে কি বললেন রুহানি?

পুতিনকে টেলিফোন করে কি বললেন রুহানি?

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে টেলিফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সিরিয়া ইস্যুতে মিত্র দুটি দেশের দুই নেতা কথা বলেন। রাশিয়া এবং আমেরিকার মধ্যস্থতায় ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এরপর পুতিনের সাথে এটিই প্রথম ফোনালাপ রুহানির।

ফোনালাপে সিরিয়ায় যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। পাশাপাশি দেশটিতে যুদ্ধ বন্ধে রাজনৈতিক আলোচনা গতিশীল করার আহ্বানও জানান তিনি।

রুহানি বলেন, যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক আলোচনাকে গতিশীল করা উচিত। অবশ্য যুদ্ধবিরতি এবং রাজনৈতিক আলোচনা যেন অব্যাহত অভিযানে বাধা সৃষ্টি না করে সেদিকেও নজর রাখতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, রুশ-ইরান সহযোগিতা ও পরামর্শ সিরিয়ায় শান্তি ও স্থিতিশীলতা সংহত করতে প্রধান ভূমিকা পালন করবে। সিরিয়ার জনগণই একমাত্র সে দেশের এবং দেশের ভবিষ্যত রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আইএসের দখল থেকে সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা উদ্ধারের ঘটনায় অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, এতে বোঝা যাচ্ছে সিরিয় সেনাবাহিনী এবং জনগণ আরো শক্তিশালী হয়েছে।

পুতিন এ সময়ে সিরিয়া নিয়ে রুশ-মার্কিন সর্বশেষ আলোচনা সম্পর্কে রুহানিকে অবহিত করেন। সিরিয়া সংকট শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যেই সব প্রচেষ্টা চলছে বলে জানান তিনি। এক্ষেত্রে মস্কো-তেহরানের পূর্ণ সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি।

পুতিন বলেন, সিরিয়া নিয়ে রাজনৈতিক আলোচনায় সন্ত্রাসীদের যোগ দিতে দেয়া হবে না।
২৯ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে