মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৩:৩৩:০৩

‘বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেয়ার নির্দেশ’

‘বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেয়ার নির্দেশ’

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিতে ব্যবসায়ী কিম অং-কে নির্দেশ দিয়েছে ফিলিপাইনের সিনেট কমিটি।  এর আগে শুনানিতে কিম অং চুরির অর্থ ফিলিপাইনের ব্যাংকিং সিস্টেমে ঢোকানোর জন্য দুই বিদেশিকে দায়ী করেন।

২৯ মার্চ মঙ্গলবার সিনেট কমিটির শুনানি শেষে এ নির্দেশ দেয় সিনেট কমিটি।  সিনেট কমিটির শুনানিতে দুই বিদেশির নাম উল্লেখ করেননি কিম অং।  গোপন খামে দুই বিদেশির নাম ও পাসপোর্ট সিনেট কমিটির কাছে হস্তান্তর করবেন বলে জানান তিনি।

শুনানিতে কিম অং নিজেকে নির্দোষ দাবি করেন।  তিনি বলেন, ভুল তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমি কিছিই জানি না।  এসব অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ফিলিপাইনে আসে।  কোথা থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে আমার জানা নেই।

বাংলাদেশ ব্যাংকের টাকা লোপাটের সঙ্গে দুই বিদেশি জড়িত উল্লেখ করে কিম অং বলেন, তাদের একজন ফিলিপাইনে আসা-যাওয়ার মধ্যে আছেন এবং স্থানীয়দের কাছে জানকেট রোলার হিসেবে তিনি পরিচিত।

তিনি বলেন, অবৈধ অর্থ আসার সুবিধার্থে আরসিবিসির জুপিটার শাখার সাবেক শাখা ব্যবস্থাপক দেগুইতো ভুল তথ্য দিয়ে এসব অ্যাকাউন্ট খুলেছেন এবং অর্থ আসার পর তুলে নিয়েছেন।   

সিনেট কমিটির আগের শুনানিতে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুতোর দেয়া বক্তব্যের সূত্র ধরে এ অর্থ লোপাটে চীনা ব্যবসায়ী কিম অংয়ের নাম উঠে আসে।

শুনানিতে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতোকেও উপস্থিত হতে বলা হয়েছিল।  অসুস্থতার কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে