মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৪:১৫:১১

জাপায় আর ভরসা পেলেন না ভরসা

জাপায় আর ভরসা পেলেন না ভরসা

ঢাকা : জাপায় আর ভরসা পেলেন না করিম উদ্দিন ভরসা।  দলের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
মঙ্গলবার জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গঠনতন্ত্রের ৩৯ ধারা মোতাবেক দলে প্রয়োজন না থাকায় সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ এবং প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হলো।  

এছাড়া তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়, যা অবিলম্বে কার্যকর হবে।

রংপুরের বিশিষ্ট এই ব্যবসায়ী দীর্ঘদিন জাতীয় পার্টিতে ছিলেন।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে