মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬, ০৪:৫৭:০০

ষড়যন্ত্রের নেত্রী হলেন খালেদা : মায়া

ষড়যন্ত্রের নেত্রী হলেন খালেদা : মায়া

ঢাকা : ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও সততার নেত্রী।  আর খালেদা জিয়া হলেন দুর্নীতি ও ষড়যন্ত্রের নেত্রী।

 
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক আলোচনা এক সভায় তিনি এসব কথা বলেন।
 
মায়া বলেন, যারা এখনো দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।  তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
 
স্বাধীনতার মাস মার্চ মাস-স্বাধীনতাকামী বাঙালি জাতির আনন্দের মাস’-এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মাসে শুধু বিএনপি-জামায়াতের মুখে হাসি থাকে না।  কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।
 ২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে