ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গায়ে যদি একটি আচড়ও লাগে এর জন্য দায়ী হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
মঙ্গলবার সন্ধ্যায় সোনালী ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা ও বঙ্গমাতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক।
তারানা হালিম বলেন, খালেদা জিয়া বলেছেন- শেখ হাসিনাবিহীন নির্বাচন হবে। এরপর যদি আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গায়ে একটি আচড়ও লাগে তাহলে খালেদা কিন্তু দোষী হতে পারেন। তার এ বক্তব্যের কারণেই তিনি দোষী সাব্যস্ত হবেন।
তিনি বলেন, ১৬ আগস্ট আমার জন্মদিন। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর আমি কোনোদিন জন্মদিন পালন করিনি। অথচ কয়েকবারের একজন সাবেক প্রধানমন্ত্রী যখন ১৫ আগস্ট জন্মদিন পালন করেন, তাও আবার অসত্য জন্মদিন, তখন আমাদের কষ্ট হয়।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তারানা হালিম বলেন, আজকের তরুণ প্রজন্ম যারা তাদের অনেকেই মুক্তিযুদ্ধে অংশ নিতে পারেনি। আমি তাদের অনুরোধ করবো, আপনারা আরেকটি দায়িত্ব পালন করুন। সেটি হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীর যে সদস্যরা এদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, পাশবিক নির্যাতনে অংশ নিয়েছিল তাদের তালিকা তৈরি করুন।
তিনি বলেন, ওরা এদেশে বর্বরতা চালিয়ে পাকিস্তানে গিয়ে হিরো বনে গেছেন, যুদ্ধ ফেরত সৈনিক হিসেবে। কিন্তু এ তালিকা পাকিস্তানে পাঠানো হলে তাদের স্ত্রী-সন্তানরা তাদের একজন পাশবিক নির্যাতনকারী, গণহত্যাকারী হিসেবে ঘৃণা করবে।
আয়োজক সংগঠনের সভাপতি আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী প্রদীপ কুমার দত্ত, ডিএমডি আতাউর রহমান প্রধান প্রমুখ।
২৯ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম