ঢাকা : বিএনপির মহাসচিব ইস্যুটি ঝুলে ছিল বছরের পর বছর। দেশের অন্যতম সেরা এই দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর কতকাল ঝুলে থাকবে এই বিষয়টি? দলকে চাঙ্গা করার লক্ষ্যে দলীয় নানা বিষয় নিজ হাতে সাজানোর উদ্যোগ দিয়েছেন দেলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দীর্ঘ দিনের পরীক্ষিত নেতা হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই দলটির মহাসচিব হিসাবে চূড়ান্ত করা হয়েছে।
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে কাউন্সিলের মাধ্যমে দলটির মহাসচিব নির্বাচন করা হয়ছে এই বর্ষীয়ান জননেতাকে।
বুধবার বুধবার বেলা সোয়া ১১টায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে চেয়ারপারসনের অনুমতি সাপেক্ষে এই ঘোষণা দেন দলটির অন্যতম মুখপাত্র রুহুল কবির রিজভী।
জানা গেছে, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এ বিষয়ে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন।
৩০ মার্চ ২০১৬/এমটিনিউজি২৪/হাবিব/এইচআর