নিউজ ডেস্ক : হাবীবুর রহমান হাবিব হত্যা মামলায় ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে সিলেটের একটি আদালত। আজ বুধবার মহানগর ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির হয়ে তারা জামিন প্রার্থনা করলেও আদালত তা না মঞ্জুর করে এ নির্দেশ দেন।
কোতোয়ালি থানার জিআরও পিযুষ দেবনাথ এ তথ্য নিশ্চিত করে জানান- কাজী হাবিবুর রহমান হত্যা মামলার ৮ আসামি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেছিলেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
তারা হলেন, হোসাইন আহমদ সাগর, আবদুল আউয়াল আহমদ, সাইফুর রহমান, নয়ন রায়, আশিক উদ্দিন, আলাউর খান, শোয়াইব আহমদ, ময়নুল ইসলাম। এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ সাগরের নেতৃত্বে একই দলের কর্মী কাজী হাবিবুর রহমানের উপর হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন হাবীব। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩০ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন