বুধবার, ৩০ মার্চ, ২০১৬, ০৫:০২:৫০

কারাগারে যাওয়ার তিন ঘণ্টা পরই জামিন পেলেন মির্জা ফখরুল

কারাগারে যাওয়ার তিন ঘণ্টা পরই জামিন পেলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : আনন্দ ভেস্তে গেল না বিএনপি নেতাকর্মীদের।  এবার হাসিমুখে কারাগার থেকে তিন ঘন্টা পর বেরিয়ে এলেন মির্জা ফখরুল।  পল্টন থানার নাশকতার দুই মামলায় বিএনপির সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারমুক্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেছেন আদালত।  

এদিন সকালে আদালত তার আবেদন প্রত্যাখ্যান করেছিলেন।  ৩০ মার্চ বুধবার বিকেল ৪টায় মির্জা ফখরুলের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করলে আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী জামিন মঞ্জুর করেন।

এ সময় মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন দাখিল করেন আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ।  তার সঙ্গে ছিলেন সানাউল্লাহ মিয়া ও খুরশেদ আলম প্রমুখ।

মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ সাংবাদিকদের জানান, পল্টন থানার নাশকতার ৪/১-২০১৫ নম্বর মামলায় জামিন দিলেও ৫/১-২০১৫ ও ৭/১-২০১৫ নম্বর মামলায় নামঞ্জুর করেছেন আদালত।

এদিকে গত ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ।

গত বছরের ৫ জানুয়ারি সরকারবিরোধী হরতাল অবরোধে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ অন্তর্বর্তীকালীন জামিন দেন।

মির্জা ফখরুলের ওই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলে গেলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন বহাল রাখেন আপিল বিভাগ।  একইসাথে মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।  

এছাড়া হাইকোর্টকে রুলটি নিষ্পত্তি করতে বলেন।  পরে হাইকোর্ট গত বছরের ২৪ নভেম্বর রুল নিষ্পত্তি করে ওই তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন।
 
গত ১৮ ফেব্রুয়ারি সিলেটে বিচার বিভাগ নিয়ে মির্জা ফখরুলের মন্তব্য দৃষ্টিগোচরে আনলে তার কাছে ব্যাখ্যা চান পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।  এরপর ২৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুল ব্যাখ্যাসহ জামিনের আবেদন করেন আপিল বিভাগে। শুনানি শেষে ১৫ দিনের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।  ওই নির্দেশ অনুযায়ী আজ বুধবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে