নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারসহ চার দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।
বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১ এপ্রিল থেকে দেশব্যাপী সর্বস্তরের মানুষের গণস্বাক্ষর সংগ্রহ, যা পরে স্পিকারের কাছে পেশ করা। চার দফা দাবির পক্ষে জনমত গঠনে সারাদেশে রোডমার্চ করবে গণজাগরণ মঞ্চ। বৃহস্পতিবার সারাদেশে তনু হত্যার বিচার দাবিতে নাগরিক সমাবেশের আয়োজন করা হবে।
ইমরান এইচ সরকার বলেন, তনুকে পাশবিক নির্যাতন ও খুনের দশদিন অতিবাহিত হচ্ছে আজ। এই দশদিন রাষ্ট্রের ব্যর্থতার দশদিন। নির্মম এ হত্যাকাণ্ডের পর দেশের মানুষ যখন সোচ্চার হয়ে উঠেছে, রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে, প্রশাসন সেখানে নির্লিপ্ত ও নিস্পৃহ আচরণ করছে।
তিনি বলেন, আমরা স্পষ্ট বুঝতে পারছি, বৃহত্তর আন্দোলনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সুনির্দিষ্ট দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করেই দাবি আদায় করতে হবে।
ইমরান এইচ সরকার বলেন, চার দফা দাবি আদায়ে ‘খুন, পাশবিক নির্যাতন, নিপীড়ন রুখবে বাংলার জনগণ’ শীর্ষক স্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। যত বাধা-বিপত্তি আসুক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর রাশা, জীবনানন্দ জয়ন্ত, নবেন্দু সাহা জয়, তাহমিন সুলতানা স্বাতী, সঙ্গীতা ইমাম, জামশেদ আনোয়ার তপন, ইমরান হাবিব রুমন, সাঈদা সুলতানা এনি প্রমুখ।
তনু হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার সন্ধ্যায় সমিতির সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
৩০ মার্চ,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম