নিউজ ডেস্ক : বাংলাদেশের নাগরিকদের মতপ্রকাশ, বিশ্বাসের চর্চা, শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া এবং সৎ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার অধিকারকে সহায়তা দেওয়ার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল।
৪৬ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। তিনি বলেন, সব ধরনের বাধা সত্ত্বেও বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর এটি তার অর্জনের সূচনা মাত্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক সাফল্যের গর্বিত অংশীদার।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জনগণের ডিএনএতে গণতন্ত্র রয়েছে। আগামী দশকগুলোতে দুই দেশ সব ধরনের জটিলতা দূর করতে কাজ করবে। দুই দেশ পারে না এমন কিছু নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বক্তৃতা থেকে এ কথা জানা গেছে। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনও বক্তব্য দেন।
নিশা বিসওয়াল বলেন, ৪৫ বছর আগে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এ দেশের অনেক বিজয়ের সূচনা মাত্র। গত কয়েক দশকে বাংলাদেশ খাদ্য আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ২০ বছর ধরে প্রতিবছর বাংলাদেশের অর্থনীতির ৬ শতাংশ হারে প্রবৃদ্ধি হচ্ছে। এক কোটির বেশি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। এ দেশের শিশুদের বাঁচার হার এখন আগের চেয়ে বেশি। বাংলাদেশে সৃষ্ট ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বের কাছে উন্নয়নের অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি বলেন, আমেরিকান জনগণ বাংলাদেশের সঙ্গে অনেক আগে থেকেই আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে—এটি গুরুত্ব দিয়ে বলার জন্য তিনি সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন।
নিশা বিসওয়াল বলেন, সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ মৌলিক স্বাধীনতার চর্চা করা আরো অনেক সমাজের জন্য হুমকি। সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে চলমান লড়াই, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি, ড্যান ডাব্লিউ মজিনা, হাউই শেফার উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক ছাড়াও হোয়াইট হাউসের প্রতিনিধি, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি, সুশীলসমাজ, সিনিয়র সাংবাদিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং প্রবাসের বিশিষ্টজনেরাও অংশগ্রহণ করেন। খবর এনআরবি নিউজের।
৩১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস