নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন দলটির সদ্য দায়িত্বপ্রাপ্ত মহাসচিব হিসেবে 'পদোন্নতি' পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় যান তিনি।
এ সময় সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন বলে জানিয়েছেন যুবদলের সহসভাপতি ফরহাদ হোসেন আজাদ। দেখা করে বের হয়ে আসার পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ।
এদিকে বুধবার বেলা সোয়া ১১ টায় পল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ জানালেন, খালেদা জিয়ার সিদ্ধান্ত। বিএনপি’র মহাসচিব করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তখন আদালত কক্ষেই আইনজীবীদের কাছ থেকে সে খবর পান তিনি। তবে এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি তার। ঘণ্টা খানেকের মধ্যেই তার জামিন আবেদনের শুনানি হলো ঢাকার মহানগর হাকিমের আদালতে। শুনানি শেষে তিন মামলার দু’টিতে তার জামিন আবেদন নাকচ করলেন বিচারক। একটিতে দেয়া হয় জামিন। কারাগারে পাঠিয়ে দেয়া হয় মির্জা আলমগীরকে।
জামিন নাকচের আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। বিকাল ৪টার দিকেই আসে নতুন আদেশ। জানানো হয়, মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করা হয়েছে। মুক্ত হন মির্জা ফখরুল।
৩১ মার্চ, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস