নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন মওদুদ আহমেদ।
হাসপাতালে মওদুদ আহমদের সঙ্গে থাকা মোহাম্মদ আবদুল্লাহ বলেন, মওদুদ আহমদ বুকে ব্যথা অনুভব করছিলেন। সঙ্গে ঠান্ডার সমস্যাও আছে। হাসপাতালে আনার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এদিকে মওদুদের ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার পরামর্শ দিয়েছেন।
মওদুদকে সিঙ্গাপুর নেয়ার প্রক্রিয়া চলছে। ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খুব শিগগিরই তাকে সেখানে নেয়া হবে বলেও জানান সুজন।
৩১ মার্চ, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস