নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই ধাপে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২৮ এবং দ্বিতীয় ধাপে ১২ জন নিহত হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে দ্বিতীয় ধাপের সহিংসতায় আহত আরো দুইজনের মৃত্যু হয়েছে। যশোরে মারা গেছে ইকবাল হোসেন আর মাদারীপুরে মারা গেছে হাসান বেপারী। ফলে এ ধাপে ১২ জন নিহত হলো।
যশোরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ইকবাল হোসেন (২৮) শনিবার সকালে মারা গেছেন। এর আগে গত ২৯ মার্চ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইকবাল যশোর সদরের টেকহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে।
নিহতের স্ত্রী মৌসুমী জানান, গত ২৮ মার্চ রাতে যশোরের টেকহাটি গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইকবাল একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়ায় আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান বেপারী শনিবার ভোরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
০২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস