শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০২:৫৮:৩০

তনু হত্যা নিয়ে যা বললেন নিহত দীপনের বাবা

তনু হত্যা নিয়ে যা বললেন নিহত দীপনের বাবা

আবুল কাশেম ফজলুল হক : সামাজিক-রাজনৈতিক অবক্ষয়ের শিকার সোহাগী জাহান তনু। আমাদের সমাজের ভেতরে অনেকদিন ধরে যে অবক্ষয় চলছিল, তার প্রতিফলন আজকের শিশু, ব্লগার, প্রকাশক সর্বশেষ তনু  হত্যা। আন্তর্জাতিক রাজনৈতিক কারণেও এসব হত্যাকাণ্ড ঘটছে।

সাগর-রুনি হত্যার ৫ বছর হলো। একসময় তুমুল আন্দোলন হয়েছে। এখন চাপা পড়ে গেছে। ব্লগার-প্রকাশক খুন হয়েছেন। একটি ঘটনার অগ্রগতি নেই। ঘটনা ঘটার এক, দুই, তিন বা সাত দিনের মধ্যে কোনো ক্লু পাওয়া না গেলে পরে আর কিছু পাওয়া যায় না।

ঘটনা কীভাবে ঘটলো, কারা ঘটালো এ সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি। এটাকে সবাই বলছে বিচারহীনতার সংস্কৃতি। আমি বলবো, রাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবক্ষয়। এর ফলে এসব ঘটনা ঘটছে। সমাজে যখন এ রকম অবক্ষয় বা ধস নামে তখন প্রতিকার করা সম্ভব হয় না। সে অর্থে এটিকে সরকারের নিয়ন্ত্রণের বাইরেও বলা যায়। না হলে এতগুলো ঘটনার বেশির ভাগই বিচার হয়নি, এমনকি অগ্রগতি পর্যন্ত নেই। -এমজমিন
০২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে