নিউজ ডেস্ক : দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতি সংস্থা-জাসাসের ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক ডা. আরিফুর রহমান মোল্লাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া এক বিবৃতিতে শনিবার এ অভিযোগ করেছেন তিনি।
বিবৃতিতে অবিলম্বে ডা.আরিফুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানিয়েছন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের মাধ্যমে হেনস্তা করার কুটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। একদিকে দুর্নীতি-দু:শাসন অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী এখন ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেপ্তার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়েরের হিড়িকে দেশবাসী সর্বদা আতঙ্কগ্রস্ত।
০২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস