শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৩:৪৭:৪৮

লজ্জায় বেরোনোর চিন্তা করছে বিএনপি : হানিফ

লজ্জায় বেরোনোর চিন্তা করছে বিএনপি : হানিফ

ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছে।  নির্বাচনে তাদের চরম ভরাডুবি হয়েছে।  তাই পরাজয়ের লজ্জার হাত থেকে বাঁচতে নির্বাচন থেকে বেরোনোর চিন্তা করছে বিএনপি।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, কেউ যদি ব্যর্থ হয়ে নির্বাচন বর্জন করতে চায় তাহলে তো অন্য কারো কিছু বলার থাকে না।  তবে বিএনপিকে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসতে হলে ব্যর্থতা মেনে নিতে হবে।

তিনি বলেন, উন্নয়নের জোয়ারে জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থাশীল। যুক্তরাষ্ট্রের একটি জরিপেও দেখা গেছে যে, ৮০ ভাগ মানুষ শেখ হাসিনার সরকারের সুশাসনের প্রতি আস্থাশীল।  ভোটে তার প্রতিফলন ঘটবে এটাই স্বাভাবিক।

সহিসংতার বিষয়ে হানিফ বলেন, গোটা বিশ্বে রাজনৈতিক-সামাজিক নানা ধরনের অস্থিরতা রয়েছে।  যুক্তরাষ্ট্রেও প্রতিনিয়ত হত্যার ঘটনা ঘটছে।  এর মানে কি সে দেশের সরকার ব্যর্থ?

হানিফ বলেন, আসলে বিভিন্ন স্থানে একাধিক মেম্বার প্রার্থী থাকায় সামাজিক, গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে কিছু সহিংসতা হচ্ছে।  এসব কীভাবে এড়ানো যায় সে পদক্ষেপ নিতে হবে।  এ ধরনের ঘটনা যেন ভবিষতে না ঘটে সে জন্য কঠোর ব্যবস্থা নেয়া নিতে হবে।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে