শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৪:২২:১৭

২১ লাখ চাকরিজীবীর বৈশাখী ভাতা সাড়ে ৫শ’ কোটি টাকা

২১ লাখ চাকরিজীবীর বৈশাখী ভাতা সাড়ে ৫শ’ কোটি টাকা

নিউজ ডেস্ক : সাময়িক-বেসাময়িক স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান মিলে প্রায় ২১ লাখ সরকারি চাকরিজীবীকে দেয়া হবে বৈশাখী ভাতা।   

সরকারি কর্মচারীদের জন্য এবারই প্রথম বৈশাখী ভাতা চালু করেছে সরকার। নতুন বেতন স্কেলের মূল বেতনের ২০ শতাংশ হবে বর্ধিত এই ভাতা।

সরকারের এমন উদ্যোগে ভিন্ন মাত্রা পাবে বাঙালির প্রাণের বৈশাখী উৎসব। বিশ্লেষকরা বলছেন, বেসরকারি কর্মচারীদের এমন ভাতার আওতায় আনা প্রয়োজন।

বাঙালির প্রাণের এ উৎসবকে আরো রঙিন করতেই মিলছে বৈশাখী ভাতা। তবে কর্মচারীরা বলছেন, গ্রেড ভেদে ভাতার পরিমাণে সমন্বয় দরকার।

বৈশাখী ভাতার বাইরে বেসরকারি ভাতার বড় সংখ্যক কর্মচারী।  সরকারের এমন উদ্যোগে চাপে পড়বে বেসরকারি খাতের সংশ্লিষ্টরা।  উৎসবভাতা পরিশোধ করতে সরকারকে এ মাসে ব্যয় করতে হবে সাড়ে ৫শ’ কোটি টাকা।

মার্চ মাসের বেতনের সাথে বর্ধিত এ উৎসব ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।  সরকারের ব্যতিক্রমী এ উদ্যোগে কর্মচারীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। - যমুনা টিভি থেকে নেয়া
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে