শনিবার, ০২ এপ্রিল, ২০১৬, ০৫:১৪:৫৭

মির্জা ফখরুলকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান পণ্ড

 মির্জা ফখরুলকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান পণ্ড

ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান অতিথি করায় কৃষিবিদ ইন্সটিটিউশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ।

এ অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)।  

শনিবার নির্ধারিত সময় বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের থ্রি-ডি সেমিনার হলে এ অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিকেল আড়াইটার দিকে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাব’র সেক্রেটারি জেনারেল হাসান জাফির তুহিন উপস্থিত সাংবাদিকদের বলেন, মির্জা ফখরুলকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান শুরুর আগেই বাধা দেয় পুলিশ।  

তিনি বলেন, প্রথমে তেজগাঁও থানার কয়েকজন উপ-পরিদর্শক (এসআই) এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন।  পরে পুলিশের পক্ষ থেকে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করতে বলা হয়।

অ্যাব সভাপতি আনোয়ার নূর নবী মজুমদার বাবলা সাংবাদিকদের বলেন, এখানে অনুষ্ঠান করতে পুলিশের কোনো অনুমতি লাগে না।  প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে।  কখনো পুলিশের অনুমতি নিতে হয়নি।  অতীতে এ সেমিনার হলে কোনো অনুষ্ঠানে পুলিশের হস্তক্ষেপ ছিল না।  কিন্তু আজ বিএনপির মহাসচিবকে প্রধান অতিথি করায় পুলিশের অনুমতির কথা ওঠে।

 তিনি বলেন, বিষয়টি নিয়ে তেজগাঁও থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপির মহাসচিবকে প্রধান অতিথি করে এখানে কোনো অনুষ্ঠান করতে দেয়া হবে না।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের থ্রি-ডি সেমিনার হলে অনুষ্ঠান আয়োজনের আবেদন করলে ২৮ মার্চ অ্যাবকে অনুমতি দেয় কৃষিবিদ ইনস্টিটিউশন কর্তৃপক্ষ।
২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে