রবিবার, ০৩ এপ্রিল, ২০১৬, ০৯:২১:৩১

৬ সপ্তাহের সময় চাইবেন নিজামী!

৬ সপ্তাহের সময় চাইবেন নিজামী!

নিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন শুনানির জন্য রবিবারের কার্য তালিকায় এসেছে। নিজামীর আইনজীবীরা শুনানি করার জন্য ৬ সপ্তাহ সময় চেয়ে আবেদন করবেন বলে জানা গেছে।

রবিবার সময় চাওয়ার বিষয়টি আদালতে উপস্থাপন করার পরই জানা যাবে কি কারণে সময় চাওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রবিবারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ১৬ নম্বরে রয়েছে।

এই বেঞ্চের অন্যান্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানির দিন ধার্যের শুনানি করবেন। তবে শুনানি পেছানোর জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ছয় সপ্তাহের সময়ের আবেদন জানিয়েছেন নিজামীর আইনজীবীরা।

এর আগে গত ২৯ মার্চ সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা রিভিউ আবেদন জমা দেন বলে জানান তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।

তিনি বলেন, ৭০ পৃষ্ঠার মূল রিভিউর আবেদনের সঙ্গে মোট ২২৯ পৃষ্ঠার নথিপত্রে তার দণ্ড থেকে খালাস চেয়ে ৪৬ টি (গ্রাউন্ড) যুক্তি তুলে ধরা হয়েছে।

রিভিউ আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড হলেন, আইনজীবী অ্যা্ডভোকেট জয়নুলর আবেদীন তুহিন। রিভিউ শুনানি করবেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এসএম শাহজাহান। তাদেরকে সহযোগিতা করবেন ব্যারিস্টার নাজিব মোমেন ও এহসান এ সিদ্দিকী।

৩০ মার্চ রিভিউ আবেদনটির দ্রুত শুনানির জন্য আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। ওইদিনই এ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন মির্জা হোসেইন হায়দারের আদালত।
০৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে