নিউজ ডেস্ক : দেশ আজ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর ঝিগাতলা মসজিদ রোডে জাতীয় দলের সাবেক ফুটবল খেলোয়াড় ‘অসুস্থ’ আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের চেতনা নিয়ে মানুষ মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু গণতন্ত্রের সেই চেতনা আজ হারিয়ে গেছে। দেশ আজ পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই। এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য।’
তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর যাবৎ বিএনপি সম্পূর্ণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে রাজনীতি করছে। আমাদের দলের অসংখ্য নেতাকর্মী নিহত-আহত হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এমনকি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয়া হয়েছে।’
বিএনপির মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এমন প্রেক্ষাপটে দলের কাউন্সিল নেতা-কর্মীদের উজ্জীবিত করেছে। কাউন্সিলের মাধ্যমে দল সংগঠিত হচ্ছে। ফলে গণতন্ত্রের জন্য যে সংগ্রাম সেটিকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিতে পারব এবং আন্দোলনের সফলতাও আসবে।’
গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তারা দুর্নীতিকে জায়েজ করতে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এভাবে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে।’
তিনি বলেন, বিএনপির নতুন নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে সফলতা আসবে। একই সঙ্গে দলের সকল প্রতিকূল অবস্থা কেটে যাবে।
এই সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আ. সালাম, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ ছিলেন।
১০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস