মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৫:০৪:০৮

বাংলা বর্ষবরণে ঢাবি ক্যাম্পাসে থাকছে যেসব আয়োজন

বাংলা বর্ষবরণে ঢাবি ক্যাম্পাসে থাকছে যেসব আয়োজন

নিউজ ডেস্ক : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথম দিন উল্লাসে মেতে উঠবে কোটি বাঙালির হৃদয়। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে তাই দেশব্যাপী থাকবে বর্ণাঢ্য সব আয়োজন। দেশের অন্যান্য স্থানের মতো এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও থাকছে দিনব্যাপী নানা আয়োজন।

এবারের পহেলা বৈশাখ ১৪২৩ উদযাপন ও চৈত্র সংক্রান্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে বর্ণাঢ্য কর্মসূচি থাকছে। বর্ষবরণে চারুকলা অনুষদ থেকে বৃহস্পতিবার সকাল ৯টায় বের হবে মঙ্গল শোভাযাত্রা। এ বছর ‘মা ও শিশু’ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি চারুকলা থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বরে ঘুরে আবার চারুকলার সামনে এসে শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন।

বরাবরের মতো এবারও ১৩ এপ্রিল সন্ধ্যায় চৈত্রসংক্রান্তি অনুষ্ঠিত হবে চারুকলা অনুষদের বকুল তলায়।

নববর্ষের দিন নাট-মণ্ডল প্রাঙ্গণে থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পট-গান ও দেশের গান। এছাড়া, কলা অনুষদের সামনের মাঠে বাংলা বিভাগ, বটতলায় সঙ্গীত বিভাগ, আমতলায় শিশু-কিশোর সংঘসহ বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

নববর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি নিষিদ্ধসহ ক্যাম্পাসে কনসার্ট, লাউড স্পিকারে গান বাজানো, ব্যান্ড সঙ্গীত পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সবার সহযোগিতাও চেয়েছে কর্তৃপক্ষ।-বাংলাট্রিবিউন
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/অন্তু

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে