মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ১১:২২:৩২

প্রথমবার রুদ্ধদ্বার বৈঠকে মায়া

প্রথমবার রুদ্ধদ্বার বৈঠকে মায়া

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় অভিযুক্ত ফিলিপাইনের সেই ম্যানেজার মায়া সান্তোস দেগুইতো ডিপার্টমেন্ট অব জাস্টিসের (ডিওজে) প্রথম প্রাথমিক অনুসন্ধানে হাজিরা দিয়েছেন। দেশটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) জুপিটার শাখার ম্যানেজার ছিলেন তিনি। এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে তাকে।

মঙ্গলবার ফিলিপাইনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি আইনজীবী ফার্দিনান্দ টোপাসিওকে সঙ্গে নিয়ে সোজা চলে যান ম্যানিলায় অবস্থিত ডিওজের প্রধান কার্যালয়ে।

সেখানে কারো সঙ্গে কোন কথা না বলে প্রবেশ করেন সহকারী প্রসিকিউটর গিলমারি ফে পাকামারার অফিসে। সেখানে রুদ্ধদ্বার প্রাথমিক শুনানি হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে ফিলিপাইনের অনলাইন জিএমএ নিউজ।

এতে বলা হয়, পাল্টা এফিডেভিট জমা দিতে দেগুইতোকে পাকামারা আগামী ৩ মে সময় বেধে দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেগুইতোর আইনজীবি টোপাসিও।

তিনি বলেছেন, এন্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) তার মক্কেল দেগুইতোর বিরুদ্ধে অর্থ পাচারের যে মামলা করেছে সে বিষয়ে জবাব দেয়ার জন্য তারা প্রসিকিউটরের কাছে আরো সময় প্রার্থনা করবেন।

এদিকে আরসিবিসির প্রেসিডেন্ট লরেঞ্জো তান সোমবার মামলা করেছেন মায়া সান্তোস দেগুইতোর বিরুদ্ধে। দেগুইতো অর্থ পাচারের এ ঘটনায় লরেঞ্জো তানকে মূল হোতা বলে বক্তব্য দিয়েছেন। এ কারণেই তার বিরুদ্ধে এ মামলা করেছেন তান।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে