মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০২:০১:১১

ট্রাক চাপায় দুই পা হারালেন ট্রাফিক পুলিশ

ট্রাক চাপায় দুই পা হারালেন ট্রাফিক পুলিশ

নিউজ ডেস্ক : একটি বেপরোয়া ট্রাকের চাপায় কোবাদ আলী (৪৫) নামে এক ট্রাফিক পুলিশের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। কর্তব্যরত অবস্থায় ট্রাকটি তাকে চাপা দিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ শহরের মুক্তারপুর সেতুর কাছে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদরের সহকারী ট্রাফিক পরিদর্শক মো. শহীদ জানান, মুক্তারপুর সেতুর কাছে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল কোবাদ আলী। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক ট্রাফিক পুলিশ সদস্য কোবাদ আলীকে চাপা দেয়। এতে কোবাদ আলীর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ওই ট্রাকের চালক জয়নালকে আটক করেছে পুলিশ।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে