নিউজ ডেস্ক : দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানকে আজ শনিবার গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
শফিক রেহমানকে গ্রেপ্তার প্রসঙ্গে কোন রকম মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ব্যবস্থাপনায় আয়োজিত বইমেলার উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীরা মন্ত্রীর কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কিছুই বলতে চাননি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছেন, `শফিক রেহমানকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।`
সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতিসংঘের নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি অর্থমন্ত্রীর অনুজ ড. এ কে আব্দুল মোমেন, দৈনিক কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান, যুগ্ম-সচিব মঞ্জুরুর রহমান, মদনমোহন কলেজ অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, অন্যপ্রকাশের মাজহারুল ইসলাম।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন