নিউজ ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ রোববার আদালতে হাজির হবেন। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজের এসলাসে তিনি উপস্থিত থাকবেন বলে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন।
এই মামলায় দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, রাষ্ট্রপক্ষের কোন সাক্ষী তার বিরুদ্ধে কি সাক্ষ্য দিয়েছে তা পড়ে শুনিয়ে তার বক্তব্য জানতে চাওয়া হবে।
তিনি বলেন, আত্মপক্ষ সমর্থন না করে দোষ স্বীকার করলে আইনে নির্ধারিত সাজা শুরু হয়ে যাবে। আর নিদোর্ষ দাবি করে সাফাই সাক্ষ্য না দিলে শুরু হবে মামলার যুক্তি বা সওয়াল জবাব। সেগুলো শেষ হলে রায়ের তারিখ দেওয়া হবে।
এর আগে ৭ এপ্রিল তার আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক করা থাকলেও আদালতে হাজির হননি খালেদা জিয়া। ওই দিন তার পক্ষে আইনজীবীর সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন ও যুক্তি উপস্থাপনের দিন ঠিক করে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক আবু আহমেদ জমাদার।
এই মামলার অপর দুই আসামি মনিরুল ইসলাম খান ও জিয়াউল ইসলাম মুন্না ওইদিন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
গত ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদকে জেরা শেষ করেন আসামি পক্ষের আইনজীবী। তার জেরা শেষে ৭ এপ্রিল আত্মপক্ষের সমর্থনের জন্য বেগম খালেদা জিয়াসহ সব আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
ওই মামলার অপর আসামিরা হলেন— খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
১৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস