রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬, ১০:৫৬:২৮

যে বার্তা নিয়ে ঢাকায় আসছেন ভারতীয় প্রতিমন্ত্রী

যে বার্তা নিয়ে ঢাকায় আসছেন ভারতীয় প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশ সফরে আসছেন ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী (ইনডিপেনডেন্ট চার্জ) ধর্মেন্দ্র প্রধান।

শনিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার (১৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের আমন্ত্রণে তিন দিনের (১৭- ১৯ এপ্রিল) সফরে ঢাকা আসছেন ধর্মেন্দ্র প্রধান।

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে সফরে সঙ্গী হিসেবে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ দেশটির বেসরকারি বিদ্যুত খাতের ঊর্ধ্বতনরাও আসছেন। সফর কালে প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ এ খাত সংশ্লিষ্ট অন্যদের সঙ্গেও বৈঠক করবেন।

গত কয়েক বছরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যুৎ খাতে সহযোগিতা স্থীতিশীলতা বেড়ে চলেছে। এরই  মধ্যে জ্বালানি তেল, এলপিজি এবং এলএনজি খাতে বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রস্তাব বাস্তবায়ন বর্তমানে অপেক্ষাধীন রয়েছে।
১৭ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে