নিউজ ডেস্ক : আবারো মায়ের হাতে সন্তান খুন। এবার একবছর বয়সী শিশুকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছেন এক পাষণ্ড মা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরখান থানার মাস্টার পাড়া এলাকায় সোসাইটি রোডের একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ছেলের নাম নেহাল সাদিক। শিশুটির মা মুক্তি বেগম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।
উত্তরখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক বলেন, শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় শিশুটির মা মুক্তি বেগম ও বাবা ছামাদকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শিশুটির পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় নাড়ি-ভুড়ি বেরিয়ে গেছে বলেও জানান স্থানীয়রা।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস