মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৯:৩০:৫২

‘ওরা বাবাকে টাকার জন্য মারেনি। তাহলে কেন মারল?’

‘ওরা বাবাকে টাকার জন্য মারেনি। তাহলে কেন মারল?’

ইফতেখারুল ইসলাম : আমি ইফতেখারুল ইসলাম উমাম। আমি এবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এসএসসি দিয়েছি। ২ এপ্রিল আমার বাবা ইরফানুল ইসলাম (দৃক গ্যালারির কর্মকর্তা) ডাচ্‌-বাংলা ব্যাংকের ধানমন্ডি শাখা থেকে টাকা তুলে বের হয়ে নিখোঁজ হন। পরের দিন নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। একজন সুস্থ-সামর্থ্য মানুষ ঘর থেকে বের হয়ে আর কখনো ঘরে ফিরে আসেননি। আজ আমি বাবাহারা। এই বাবাই আমার সব ছিল। আমার এখন ভীষণ একা একা লাগে। আমি ও আমার মা আমার বাবার খুনিদের দেখতে চাই।

কী ছিল বাবার অপরাধ? কেন এবং কী কারণে আমার বাবাকে খুন করা হলো? আমার মনে হয়, ওরা বাবাকে টাকার জন্য মারেনি। তাহলে কেন মারল? আপনারা তাদেরকে খুঁজে বের করুন।

এখন আমার কী করা উচিত এবং কী করব, তা আপনারাই বলুন। আপনারা যদি সহযোগিতা না করেন, তাহলে খুনিরা আড়ালে চলে যাবে, কখনোই বাবার খুনিদের বিচার হবে না।

আগামী মাসে আমার এসএসসির ফল প্রকাশিত হবে। আমার বাবা কোনো দিনই আমার খুশির খবর জানতে পারবেন না। কখনো আমার ভালো ফলে আনন্দিত হবেন না। কখনোই বাবা ভালো খবর শুনলে অফিস ছুটির পর আমার জন্য খাবার কিনে আনবেন না। আমাদের প্ল্যান ছিল, রেজাল্টের পর আমরা সবাই মিলে যশোরে এক দাদুর বাড়িতে বেড়াতে যাব। আমাদের আর কখনোই যাওয়া হবে না।

আমার বাবার খুনিদের খুঁজে বের করে আমাদের দেখান। কোনো খুনি, হত্যাকারীর বিচার কি এ দেশে নেই? মা বলেছে, পুলিশ-র‍্যাব সবকিছুই জানে। তাদের অজানা কিছু নেই। মায়ের চোখের পানি আমাকে কাতর করে ফেলছে। আমরা তিনজন মিলে ছোট একটি পরিবার ছিলাম। কতই না সুখের সংসার ছিল আমার মায়ের! মাকে আমি কিছুই বলতে পারছি না। মা শুধুই কাঁদছেন। আর তাঁর চোখের পানি আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, তিনি যেন আমার বাবার খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। তা না হলে আমার মতো অনেক উমাম তাদের বাবাদের অকালে হারিয়ে ফেলবে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমার বাবার খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি দিন।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে