নিউজ ডেস্ক : দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে তার কার্যালয়ে বৈঠকটি হবে।
দলীয় সূত্রমতে, হঠাৎ করেই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সেই সাথে নতুন করে বিরোধী নেতা-কর্মী ধরপাকড় শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়েছে।
সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান জানান, বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
১৯ এপ্রিল ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস