নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুখ ইসলাম আলমগীর দাবী করেছেন, বর্তামানে সরকারের বিরুদ্ধে কেউ লিখলে বা কথা বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে।
জাগপা আয়োজিত শফিক রেহমানকে গ্রেফতারে প্রতিবাদ সভায় মির্জা ফখরুল ওই দাবী করেন। প্রতিবাদ সভাটি বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় মির্জা ফখরুল আরও বলেন, শফিক রেহমানকে গ্রেফতার করায় আজ পুরো জাতির বিবেক নাড়া দিয়েছে। তাকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেফতার করা হয়েছে।
সরকার গণতন্ত্রের পোশাক পরে স্বৈরশাসন চালাচ্ছে দাবী করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য মামলা দায়ের ও গ্রেফতার করছে সরকার। শফিক রেহমানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে সরকার যে নির্যাতন করছে তাতে পুরো জাতি আতঙ্কিত। সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলায় শফিক রেহমানকে গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন