মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬, ০৩:৩৮:০৭

এবার প্রাথমিকে বৃত্তি পেল সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

এবার প্রাথমিকে বৃত্তি পেল সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক : ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে।  এবার মোট সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে (মেধা কোটায়) ৩৩ হাজার এবং সাধারণ কোটায় ৪৯ হাজার ৫শ' শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ ফল ঘোষণা করেন।

তিনি বলেন, এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। ট্যালেন্টপ্রাপ্তদের এবার প্রতিমাসে ৩০০ টাকা করে দেয়া হবে, যা গত বছর ছিল ২০০ টাকা।  অন্যদিকে সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তদের ২২৫ পঁচিশ টাকা করে দেয়া হবে, যা গত বছর ছিল ১৫০ টাকা।

উল্লেখ্য, গত বছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল ২২ হাজার এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছিল ৩৩ হাজার শিক্ষাথী।

১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে