ঢাকা : রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ এলাকার মোহাম্মদবাগ চৌরাস্তায় একটি চারতলা ভবন পাশের ছয়তলা ভবনের ওপর হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাড়ির বাসিন্দাদের হেলে পড়া ওই ভবন থেকে বের করে দিয়েছেন।
এ ঘটনা ঘটে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে। এ তথ্য নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।
তিনি বলেন, অবশ্য ভবনটি হেলে পড়ছে বলে মনে হয় না। এরপরও নিরাপত্তার বিষয়টি চিন্তা করে ফায়ার সার্ভিসের সদস্যরা লোকজনকে ভবন থেকে বের করে দিয়েছে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম