ঢাকা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান একটি মাছিও মারতে পারেন না। অথচ তার বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ এনে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে। আরেক সাংবাদিক মাহমুদুর রহমানকে রিমান্ডে নেয়ার পাঁয়তারা চালানো হচ্ছে।
তিনি বলেন, প্রতিদিন দেশে খুন-গুম, হত্যা হচ্ছে তাদের কোনো বিচার হচ্ছে না। অথচ প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার কারণে তার হত্যার আশঙ্কার কথা শুনেই দুই সাংবাদিককে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।
১৯ এপ্রিল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র ফিরিয়ে দাও-এম ইলিয়াস আলীর সন্ধান দাও-প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, মাহমুদুর রহমান, মাহমুদুর রহমান মান্না, শওকত মাহমুদ, অধ্যাপক আবদুল মান্নানের মুক্তি দাও’ শীর্ষক নাগরিক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
দুদু বলেন, সত্যি কথা বলতে গিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আজ কারাগারে। সাবেক এই জনপ্রিয় ছাত্রনেতাকেও রেহাই দেয়নি। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলবে, সে যেই হোক তাকে শুধু গ্রেপ্তারই নয়, গুম করে ফেলবে।
তিনি বলেন, আমি অনুধাবন করছি, যেকোনো দিন ভূমিকম্পের মতো এ সরকারের অবৈধ মসনদ কেঁপে উঠে তছনছ হয়ে যাবে। তারা বুঝে ওঠার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ২০-দলীয় জোটের নেতারা।
১৯ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম