নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআইকে চিঠি দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান জড়িত কী না এ বিষয়ে জানতে চেয়ে দলটির পক্ষ থেকে এই চিঠি দেয়া হবে।
মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি রাত সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় সোয়া ১১টার দিকে।
দলীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক শফিক রেহমানকে নিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীদের বক্তব্যের জবাবে দুই-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করবে বিএনপি। সেই সঙ্গে শফিক রেহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনী সহযোগিতা এবং তার পরিবারের দেখাশোনার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নেমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শামছুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস