নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ও তনু হত্যার ঘটনা নিয়ে সৃষ্ট বিক্ষোভ ভিন্ন খাতে প্রবাহিত করতে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দলের পরিধি আরো বড় করার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদসহ ‘রাজবন্দীদের’ মুক্তির দাবিতে এনপিপি (একাংশ) এই আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, সরকার যখনই কোনো ঘটনা ঘটিয়ে বিপদে পড়ে তখনই আরেকটি বিষয় জনগণের সামনে নিয়ে আসে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডাকাতি ও তনু হত্যা নিয়ে সারা দেশের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ যখন সোচ্চার তখন দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে শফিক রেহমানের ঘটনা সরকার সামনে এনেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, এখন ভিন্নমত শোনা হয় না। যারা ভিন্নমত পোষণ করেন, তাদের ওপর নির্যাতন চালানো হয়। এত দিন এটা ছিল বিএনপির ওপর, এখন মাহফুজ আনামও বাদ পড়েন না। তার নামে ৮৬টি মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপি কখনও প্রতিহিংসা বা চক্রান্তের রাজনীতিতে বিশ্বাস করে না। এ দলটি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। তাদের রায় নিয়ে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। এখন গণতন্ত্রের জন্য আন্দোলন করে ২০ দলীয় জোট করেছি। এ জোটের পরিধি আরও বাড়াতে চাই। সবাইকে এ আন্দোলনে ঐক্যবদ্ধ করতে চাই। সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসা ও চক্রান্তের রাজনীতি পরিহার করে সমঝোতা সংলাপের মধ্য দিয়ে দেশে নতুন নির্বাচন দিন।
ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহার প্রমুখ।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস