বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৩:০৫:০০

গুরুতর অসুস্থ সৈয়দ শামসুল হক

গুরুতর অসুস্থ সৈয়দ শামসুল হক

নিউজ ডেস্ক : গুরুতর অসুস্থ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তিনি ফুসফুসের জটিল ব্যাধিতে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার শামসুল হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হকসহ লন্ডনে নেওয়া হয়।

জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত জানান, লন্ডনের রয়্যাল মার্সডেন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে কবি চিকিৎসা নেবেন। জাতীয় কবিতা পরিষদ ও কবির পরিবারের পক্ষ থেকে সৈয়দ শামসুল হকের রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

সৈয়দ শামসুল হকের জন্ম ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্পসহ সাহিত্যের সব শাখায় সাবলীল পদচারণার জন্য তাকে ‘সব্যসাচী লেখক’ বলা হয়। তিনি মাত্র ২৯ বছর বয়সে সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে