বুধবার, ২০ এপ্রিল, ২০১৬, ০৩:২২:৪৪

নিহতের সংখ্যা বেড়ে ১২

নিহতের সংখ্যা বেড়ে ১২

রংপুর : রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে। এতে অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে একই হাসপাতালে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পুলিশ জানাতে পারেনি।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালিতে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তারাগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ ও রংপুর ফায়ার সার্ভিসের রেসকিউ কর্মকর্তা আব্দুল আজিজ দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ওসি বলেন, তৃপ্তি পরিবহনের একটি বাস দিনাজপুর থেকে যাত্রী নিয়ে রংপুর আসছিল। আর সায়মন পরিবহনের অন্য বাসটি সিলেট থেকে যাচ্ছিল দিনাজপুরের দিকে।  

তিনি জানান, বেলা ১১টার দিকে ইকরচালিতে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দশজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় বলে জানান ওসি।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লা বলেন, তার হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে।
২০ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে